মোঃ আজিজুল ইসলামঃ সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ
শীর্ষ চোরাকারবারি আল ফেরদৌস আলফা ৩০ বোতল ফেন্সিডিল সহ গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার ভোররাতে শহরের বাইপাস সড়কের কাশেমপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মানবপাচার ও মাদকসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আটক আল ফেরদৌস আলফা (৫০) দেবহাটা উপজেলার উত্তর কোমরপুর গ্রামের আবুল কাশেম সরদারের ছেলে।
জানা যায়, কুলি থেকে কোটিপতি বনে যাওয়া শীর্ষ চোরাকারবারী আলফা দীর্ঘ দিন ধরে বীর দর্পে চোরাচালান ব্যবসা চালিয়ে যাচ্ছেন। রয়েছে তার বিশাল চোরাকারবারি সিন্ডিকেট। বিগত ওয়ান ইলেভেনের সময় যৌথবাহিনীর হাতে আলফা মাদকসহ গ্রেপ্তার হন। দ্রুত বিচার ট্রাইব্যুনালে এ মামলায় তার সাত বছর সাজাও হয়। এরপর বিগত ২০১৯ সালের ডিসেম্বরে চোরাচালান মামলায় আলফা ও তার সহোদর আব্দুল আলীমকে গ্রেপ্তার করে জেলে পাঠায় পুলিশ। তার বিরুদ্ধে নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় মানবপাচারের মামলাও রয়েছে। সরকারদলীয় জেলার শীর্ষ এক নেতার আশীর্বাদ পুষ্ট হয়ে আলফা কাউকে পরোয়া করেন না বলেও প্রচার রয়েছে।
সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) বাবলুর রহমান জানান, আলফা একজন শীর্ষ মাদক ব্যবসায়ী ও চোরাকারবারী। শহরের বাইপাস সড়কের কাশেমপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩০ বোতল ফেন্সিডিলসহ তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
সাতক্ষীরা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত জানান, গ্রেপ্তারকৃত আলফার বিরুদ্ধে মানব পাচার, মাদক ও বিশেষ ক্ষমতা আইনের একাধিক মামলা রয়েছে।