মহাস্থান বগুড়া প্রতিনিধি:
বগুড়া সদরের বড় সরলপুর গ্রামে একজন দরিদ্র কৃষকের শাকসবজির জমির সম্পূর্ণ সবজি পূর্ব শক্রতার জেরে নষ্ট করেছে প্রতিপক্ষের লোকজন, থানায় অভিযোগ। বগুড়া সদর থানার অভিযোগ সূত্রে জানা গেছে, সদরের নামুজা ইউনিয়নের বড় সরলপুর গ্রামের মৃত আলেমের পুত্র দরিদ্র কৃষক জালাল উদ্দিন একই এলাকার মৃত হাছেনের পুত্র আলহাজ্ব সোলায়মান আলীর নিকট থেকে এক বছরের জন্য একটি জমি বর্গা নিয়ে বিভিন্ন ধরণের শাকসবজি আবাদ করে জীবীকা নির্বাহ করে।
জমিতে কলুম শাক থাকা অবস্থায় আর জমি বর্গার মেয়াদ শেষ না হওয়াই সোলায়মান আলী ২৭/১১/২২ ইং তারিখে ভোর অনুমান ৫/৬ টায় জমিতে যেয়ে কোদাল দিয়ে সম্পূর্ন শাকসবজির ফসল নষ্ট করে দেয়। জালাল জানান জমির মেয়াদ শেষ না হওয়ার পরও সোলায়মান জমি থেকে শাক তুলে নেওয়ার জন্য আমাকে চাপ সৃষ্ট করে, তখন আমি তার কাছে ৩দিন সময় চেয়েছিলাম, তাও সে আমাকে সময় না দিয়ে জমির সম্পূর্ন শাক নষ্ট করেছে, এতে আমার ৪/৫ হাজার টাকার ক্ষতি হয়।
এব্যাপারে জালাল বাদী হয়ে রবিবারে সদর থানায় মৃত হাছেন আলীর পুত্র সোলায়মান আলী, তার পুত্র শাহিনুর ইসলাম শাহিন ও মৃত কাসেমের পুত্র খাজামদ্দিনের নাম উল্লেখ করে একটি অভিযোগ দায়ের করে। ভুক্তভোগী দরিদ্র কৃষক জালাল উদ্দিন দোষী ব্যক্তিদের আটক করে দ্রুত শাস্তি প্রদানের জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানান।