জয়পুরহাটের ঐতিহ্যবাহী পাঁচবিবি প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত ওই সাধারন সভায় আব্দুল হালিম সাবুর সভাপতিত্বে সভার কার্যক্রম শুরু হয়।
এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, পাঁচবিবি শিক্ষার্থী সমিতির সাবেক সভাপতি কৃষিবীদ আজমল হোসেন, ক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক আজাদ আলী, সহ-সভাপতি দুলাল অধিকারী, সাধারণ সম্পাদক উল্লাস কুমার হাজরা, কোষাধ্যক্ষ আমিনুল ইসলাম জজ, সদস্য প্রদীপ অধিকারী, সাখোয়াৎ হোসেন, নির্মল রায়, সজল কুমার দাস,সহ অন্যরা।
সভায় ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক ইত্তেফাকের সিনিয়র সাংবাদিক দিলদার হোসেন ও প্রবীণ সাংবাদিক সুজন হাজারী অসুস্থ্য থাকায় তাদের সুস্থতা কামনা এবং প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনা করা হয়।
উল্লেখ্য, সাধারণ সভায় ক্লাবের বর্তমান কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় ওই কমিটিকে আগামী ২০২৩ সাল পর্যন্ত ক্লাবের সার্বিক কার্যক্রম পরিচালনা করার জন্য সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়।