নাটোর প্রতিনিধি;
ডোঙ্গায় আখ নিক্ষেপ করে নাটোরের নর্থ বেঙ্গল সুগার মিলের ৯০ তম মাড়াই মৌসুমের উদ্বোধন করলেন শিল্প মন্ত্রী নুরুল মজিদ মুহাম্মদ হুমায়ন।
লালপুরের নর্থ বেঙ্গল সুগার মিলের ২০২২/২৩ অর্থ বছরের মাড়াই মৌসুম উদ্বোধন করা হয়। বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কপোর্রেশনের চেয়ারম্যান আরিফুর রহমান অপুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, শিল্প মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, জেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি, নাটোর ১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল, শিল্প সচিব জাকিয়া সুলতানা, সুগার মিলের ব্যাবস্থাপনা পরিচালক আনিসুল আজম সহ মিলের কর্মকর্তাগন।
এ সময় শিল্প মন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের মেহনতি কৃষক-শ্রমিকের স্বার্থ সংরক্ষণে শিল্প কারখানা জাতীয়করণ করেন। তিনি ইন্ডাষ্ট্রিয়াল সার্ভিস চালু করেছিলেন।
এর সুফল প্রাপ্তির আগেই তাকে ঘাতকরা নির্মমভাবে হত্যা করে। তবে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী ও সৎ নেতৃত্বে দেশ উন্নয়ন ও অগ্রগতিতে এগিয়ে যাচ্ছে। স্বাধীনতা বিরোধী অপশক্তি এক সময় এদেশের শিল্প কারখানা পানির দরে বিক্রি করে দিয়েছিল।
তাদের মধ্যে দেশপ্রেম নেই, মানুষের প্রতি মমত্ববোধ নেই।
সুগার মিলের ব্যাবস্থাপনা পরিচালক আনিসুল আজম জানান, চলতি আখ মাড়াই মৌসুমে নর্থ বেঙ্গল চিনিকল কর্তৃপক্ষ এক লাখ ৪০ হাজার টন আখ মাড়াই করে নয় হাজার ৮০০ টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। চিনি আহরণের হার সাত শতাংশ।৯০ মাড়াই দিবস কার্যক্রম চলবে।
পরে শিল্প মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিব এবং কর্পোরেশন চেয়ারম্যান নাটোর চিনিকল পরিদর্শন করেন।