জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী ও সম্মিলিত সমন্বয় পরিষদ সভাপতি ও সদস্যসহ দুজন এবং জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ সাধারণ সম্পাদক সহ ৯টি পদে নির্বাচিত হয়েছে।
২৬ নভেম্বর সকাল ৯টা থেকে শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত একটানা ভোট গ্রহন চলে। মোট ১৯৯জন ভোটারের মধ্যে ১৯৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
জেলা আইনজীবী সমিতির নির্বাচন কমিশণ সুত্র জানায়, জয়পুরহাট জেলা আইনজীবী সমিতি নির্বাচনে ১১টি পদের বিপরীতে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী ও সম্মিলিত সমন্বয় পরিষদ ও বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের ব্যানারে শান্তিপূর্ণ ভাবে নির্বাচন সম্পুর্ন হয়েছে। নির্বাচনে ১৯৯জন ভোটারের মধ্যে ১৯৩জন ভোটার তাদের ভোট প্রয়োগ করেছেন।
সন্ধ্যায় ভোট গণনা শেষে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী ও সম্মিলিত পরিষদ প্যানেল থেকে সভাপতি অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল পিপি ৯৭ ভোট ও সদস্য কামরুল হাসান পলাশ ১০৬ ভোট পেয়ে নির্বাচিত হন। অন্যদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ থেকে ৯জন বিজয়ী হয়েছেন।
বিজয়ীরা ৯জন হলো, সাধারণ সম্পাদক অ্যাড. শাহনুর রহমান শাহীন ১০২ ভোট, সহ- সভাপতি আইয়ুব আলী ১০৩ ভোট, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর কবির ১০০ ভোট, এ,কে,এম আবু সুফিয়ান পলাশ ১০৭ ভোট, গ্রন্থাগার ও প্রচার প্রকাশণা সম্পাদক রিনাত ফেরদৌসী রিনি ১০৮ ভোট, আপ্যায়ন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মামুনুর রশিদ ৯৭ ভোট, নিরীক্ষা সম্পাদক আব্দুল মোমিন হামিদুল ১০৯ ভোট ও সদস্য পদে নূর- ই আলম ছিদ্দীকী ১০৭ ভোট, গোলাম মওদুদ শাহরিয়ার ৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।