গাবতলী (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার গাবতলীতে আ.লীগ নেতাকর্মীর উপর ককটেল বিস্ফোরণ ও হামলার অভিযোগ এনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গত ২৫ নভেম্বর রাত সাড়ে ১১টায় উপজেলার নাড়–য়ামালা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পৌর আ.লীগের সভাপতি আজিজার রহমান পাইকার বাদী হয়ে উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিলটনকে প্রধান অভিযুক্ত করে থানা বিএনপি নেতা পৌর মেয়র সাইফুল ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক আ: রহিম পিন্টুসহ বিএনপির ৩৬জন নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং এক থেকে দেড়শ’ জনকে অজ্ঞাত করে ১টি মামলা দায়ের করেন।
মামলাসূত্রে জানা গেছে, গত শুক্রবার রাতে আ’লীগের নেতাকর্মীর উপর বিএনপির নেতকর্মীরা দলবদ্ধ হয়ে আক্রমন করে। এ সময় ককটেল বিস্ফোরণে আ’লীগের তিনজন আহত হন বলে এজাহারে বলা হয়েছে। আহতরা হলো, উপজেলার মহিষাবান পশ্চিম মধ্যপাড়া গ্রামের দুলাল প্রাং এর ছেলে সোহাগ ইসলাম (২৭), উনচুরখী গ্রামের ছোবাহানের ছেলে রাকিব হাসান প্রেম (২২) এবং তরফসরতাজ গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে তৌহিদুল ইসলাম (২৪)।
এ ঘটনায় পৌর আ.লীগের সভাপতি আজিজার রহমান পাইকার বাদী হয়ে বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করেছেন। এ ব্যাপারে থানার ওসি সনাতন চন্দ্র সরকার স্থানীয় সাংবাদিকদের বলেন, খবর পেয়ে পুলিশ সঙ্গে
সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।