মোঃ জাকির হোসেন রনি ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
উত্তরবঙ্গ সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক ও বিজয় টিভি প্রতিনিধি রবিন সরকারের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল,কেক কর্তন ও সংগঠনের সর্বাঙ্গীন উন্নয়ন কল্পে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ নভেম্বর ) সন্ধ্যাে ৭টায় মুন ইরাফি গার্ডেন সিটির ২য় তলায় সংগঠনের কার্যলয়ে বর্ণাঢ্য আয়োজন ও জমকালো পরিবেশের মধ্য দিয়ে এই জন্মৎসব উদযাপন করা হয়।
আলোচনা সভায় উত্তরবঙ্গ সাংবাদিক সংস্থার সভাপতি তাজুল ইসলামের সভাপতিত্বে বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনামূলক মূল্যবান বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক রবিন সরকার।
এছাড়াও আরও বক্তব্য রাখেন, যুগ্ম সম্পাদক মশিউর রহমান মিলন, সাবেক সহ সভাপতি সারোয়ার জাহান, সাবেক যুগ্ম সম্পাদক কবি সোলায়মান আলী বাবু, সাবেক সাংগঠনিক সম্পাদক মোত্তালিব সরকার জাকির হোসেন রনি প্রমূখ।এ সময় সংগঠনের অন্যান্য নেতাসহ সকল সদস্য উপস্থিত ছিলেন।