গাবতলী (বগুড়া) প্রতিনিধি ঃ শুক্রবার বগুড়া গাবতলী কাগইলে লাল সবুজ ক্রিড়া সংঘের আয়োজনে ফাইনাল ফুটবল খেলা করুনাকান্ত উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। কাগইল ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ মোল্বার সভাপতিত্বে উক্ত খেলা উদ্বোধন করেন বগুড়া জেলা যুবলীগের বন পরিবেশ বিষয়ক সম্পাদক ও কাগইল করুনাকান্ত উচ্চ বিদ্যালয়ের সভাপতি জান্নাতুল আলম রুমেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি সুলতান মাহমুদ খান রনি। এসময় সাবেক ফুটবলার সাইফুল ইসলাম, আ,লীগনেতা মাহফুজুল হক সুইট, বিএনপিনেতা আজমল হোসেন শীষ, ব্যবসায়ী আবু শাহিন মোল্বা, সাবেক ফুটবলায় সবুজ, হাফিজ,ইউপি সদস্য বাবলু মিয়া, জাহাঙ্গীর আলম, আব্দুস ছাত্তার, ধারা ভার্সকার রফিকুল ইসলাম, মুসাসহ বিশেষ ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত ফাইনাল খেলায় বগুড়া জেলা দল ও গাইবান্ধা জেলা দল অংশ গ্রহন করে। ট্রাইবেকারের মাধ্যমে বগুড়া জেলা দল গাইবান্ধা জেলা দলকে পরাজিত করে।