এম দুলাল উদ্দিন আহমেদ,জেলা প্রতিনিধি সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জের কাজিপুরে অনুষ্ঠিত হয়েছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা।
শুক্রবার (২৫ নভেম্বর) বিকেলে উপজেলার স্থলবাড়ী দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রয়াত নাসিম স্মৃতি পরিষদ আয়োজিত এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-১ কাজিপুর আসনের সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়।
প্রয়াত নাসিম স্মৃতি পরিষদ আয়োজিত টুর্নামেন্টে মোট ৩২টি দল অংশ নেয়। এরমধ্যে ফাইনাল খেলায় কাজিপুরের ইসমাইল হোসেন স্মৃতি সংসদ বেলকুচি ইছামতী স্পোর্টিং ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী,ইউপি চেয়ারম্যান শাজাহান আলী, কামরুজ্জামান বিপ্লব,সোনামুখী ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রাজ্জাক,সাধারণ সম্পাদক নুরুল ইসলাম (মাস্টার),ইউনিয়ন যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম,ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মজিবুর রহমান ও ইউপি সদস্য আনোয়ার হোসেন প্রমুখসহ হারিয়ে যেতে বসা গ্রাম বাংলার এ হাডুডু খেলা দেখতে বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।