তাড়াশ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের তাড়াশে অভিযান চালিয়ে ২৫০ লিটার দেশীয় চোলাই মদসহ সাবেক ইউপি সদস্য অতুল তুরকি (৬০) মাদক ব্যবসায়ুীকে আটক পুলিশ ।
বৃহস্পতিবার সন্ধায় গোপন সংবাদের ভিত্তিতে তাড়–াশ থানা পুলিশের একটি আভিযানিক দল উপজেলার তালম ইউনিয়নের গুলটা বাজার এলাকায় সাবেক ইউপি সদস্য অতুল তুরকির বাড়ীতে অভিযান চালিয়ে তার টিনসেড ঘরের মেঝেতে পুঁতে রাখা ২৫০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করে। এ সময় থানা পুলিশ তাকে হাতে নাতে আটক করে মদসহ থানায় নিয়ে আসেন। পরে আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ুন্ত্রণ আইনে তাড়াশ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে । এ প্রসঙ্গে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, এস আই আঃ ছালাম, এস রাজ্জাক, এস আই বদিউদজ্জামান ও এস আই সিরাজুল ইসলাম এর নেতৃত্বে অভিযান চালিয়ে ২৫০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করে ও একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে একটি দায়ের হয়েছে।