1. aknannu1964@gmail.com : AK Nannu : AK Nannu
  2. admin@asianbarta24.com : arifulweb :
  3. angelhome191@gmail.com : Mahbubul Mannan : Mahbubul Mannan
  4. info@asianbarta24.com : Dev Team : Dev Team
শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ১০:৩৮ অপরাহ্ন
সর্বশেষ :
রোজা মানবিক গুণাবলি জাগ্রত করে: লায়ন গনি মিয়া বাবুল গাইবান্ধায় বিএনপির অবস্থান কর্মসূচি তত্বাবধায়ক সরকার ছাড়া আর কোনো নির্বাচন হতে দেওয়া হবেনা: অধ্যাপক শাহজাহান মিয়া আড়ং এর ২৭তম আউটলেটের উদ্বোধন পত্নীতলায় অর্থ আত্মসাতকারী প্রতারক চক্রের একজন আটক গাবতলীতে রবিন খানের উদ্যোগে ৭’শ অসহায় দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ রাজশাহীতে বিএনপির পথসভায় পুলিশের লাঠিচার্জ, আহত ১০ আটক ৭ পলাশবাড়ীতে সম্মুখ যুদ্ধে লেপ্টে: রফিকসহ আত্মোৎসর্গ শহীদদের স্মরণসভা অনুষ্ঠিত চোখের আলো নিয়ে বাড়ী ফিরেছেন দিনাজপুরের এক হাজার ৬৬ জন নারী-পুরুষ ঠাকুরগাঁওয়ে জয়নাল আবেদীন স্মরণসভা ও উচ্চ শিক্ষাবৃত্তি প্রদান

জালিয়াতি চক্রের ফাঁদে সর্বস্ব হারালেন কুষ্টিয়ার দরিদ্র শাজাহান

  • আপডেট করা হয়েছে : শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২
  • ৫১ বার দেখা হয়েছে

 

কুষ্টিয়া প্রতিনিধিঃ
কুষ্টিয়ার পৌর চর থানাপাড়া এলাকায় ভ্রাম্যমাণ ফ্রাষ্টফুড ব্যবসায়ী মৃত নশির আহাম্মেদের ছেলে মোঃ শাজাহান’র মেঘনা ব্যাংক কুষ্টিয়া শাখার সঞ্চয়ী হিসাব নাম্বার ৪১০২১২৮০০০০০০**(গোপনীয়তা রক্ষার জন্য শেষের দুই ডিজিট ** দেওয়া হলো) থেকে ১লক্ষ ৬৪হাজার ৯ টাকা তুলে নিয়েছে সংঘবদ্ধ প্রতারক চক্র। সারাজীবনের উপার্জিত পুঁজি হারিয়ে হতদরিদ্র শাজাহান পরিবার নিয়ে মানবেতার জীবনযাপন করছে। এ বিষয়ে ভুক্তভোগী কুষ্টিয়া মডেল থানায় অভিযোগ দায়ের করেন।

শাজাহানের সাথে কথা হলে তিনি জানান, “আমি মেঘনা ব্যাংক কুষ্টিয়া শাখা সঞ্চয়ী হিসাব নাম্বার ৪১০২১২৮০০০০০০** (গোপনীয়তা রক্ষার জন্য শেষের দুই ডিজিট ** দেওয়া হলো) তে অ্যাকাউন্ট খোলার পর থেকে ২লক্ষ ৫হাজার ৯শত ৯০ টাকা জমা করি এর মধ্যে এ যাবতকাল আমার অ্যাকাউন্ট থেকে ১৬ই অক্টোবর ২০২২ এ ৭হাজার ২৪অক্টোবর ২০২২ এ ১০হাজার এবং ৩০ অক্টোবর ২০২২ শে ২০হাজার সহ মোট ৩৭হাজার টাকা কুুষ্টিয়া শহরস্থ ওয়ান ব্যাংকের একতারা মোড়স্থ এটিএম বুথ থেকে উত্তোলন করি। আমি লেখাপড়ার না জানাই আমার ব্যাংকের হিসাব নাম্বার ও পিন নম্বর বুথের দারোয়ানকে জানাই এবং তার মাধ্যমে টাকা উত্তোলন করি।

কিন্তু ৩১শে অক্টোবর ২০২২ তারিখে মেঘনা ব্যাংক কুষ্টিয়া জেলা শাখায় আমার নিজ একাউন্ট থেকে পারিবারিক প্রয়োজনে ৬৫হাজার টাকা তুলতে গেলে ব্যাংকের পক্ষ থেকে জানানো হয় আমার একাউন্টে মাত্র ৯শত ২৭ টাকা রয়েছে।

তখন আমি ব্যাংকের কর্মকর্তাদের বিষয়টি অবগত করলে তারা জানায় কে বা কারা আমার অ্যাকাউন্ট হ্যাক করে বা কার্ডের মাধ্যমে টাকা উত্তোলন করে নিয়েছে। তখন আমি বুঝতে পারি অনলাইন প্রতারণা মাধ্যমে আমার ১লক্ষ ৬৪ হাজার ৯টাকা কে বা কারা উত্তোলন করে।

এমত অবস্থায় ৩১শে অক্টোবর ২০২২২ তারিখে কুষ্টিয়া মডেল থানা বরাবর একটি অভিযোগ দায়ের করি বর্তমানে এই অভিযোগ কুষ্টিয়া জেলা পুলিশের সাইবার ইউনিট তদন্ত করছে।

ভুক্তভোগী শাহজাহান আরো জানান, বর্তমানে অনলাইন প্রচারণার কারণে আমি নিঃস্ব হয়ে পড়েছি। আমি এই প্রতারণার সুষ্ঠ তদন্ত কামনা করছি এবং আমার কষ্টের উপার্জিত অর্থ ফেরত পাওয়ার পাশাপাশি দোষীদের আইনের আওতায় এনে শাস্তি দাবী করছি।

এব্যাপারে মেঘনা ব্যাংক কুষ্টিয়া শাখায় যোগাযোগ করলে ব্যাংক থেকে জানানো হয় আমরা বিষয়টি শুনেছি। কুষ্টিয়া আমাদের নিজস্ব কোন এটিএম বুথ না থাকায় ভুক্তভোগী শাজাহান ওয়ান ব্যাংকের এটিএম বুথের মাধ্যমে অর্থ উত্তোলন করে। সেখানে তিনি নিজস্ব একাউন্টের নম্বর এবং কার্ডের পিন নাম্বার জানানোর মাধ্যমে দারোয়ানকে দিয়ে অর্থ উত্তোলন করে আসছে। তাই এর মাধ্যমে কোন ধরনের প্রতারণা হতে পারে বলে মনে করেন তারা।

বন্ধুদের মাঝে শেয়ার করুন

এরকম আরও বার্তা
স্বত্ব © ২০১৫-২০২২ এশিয়ান বার্তা  

কারিগরি সহযোগিতায় Pigeon Soft