পুঠিয়া(রাজশাহী)প্রতিনিধিঃ
রাজশাহীর চারঘাটে সরদহ রেল স্টেশনের পশ্চিমে হলিদাগাছি সিগনাল রেল ক্রসিং এর নিকট ট্রেনে কাঁটা পড়ে সুবোধ নামে এক ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে।
মৃত ব্যক্তি হলিদাগাছি এলাকার মৃত শশী সাহার ছেলে সুবোধ সাহা (৫৭) বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে সরদহ রেল স্টেশন মাষ্টার হিমেল বলেন, আজ শুক্রবার সন্ধ্যা ৬:৫০ মিনিটে চাপাইনবয়াবগঞ্জ থেকে ঈশ্বরদী গামী কমিউটার ট্রেন যাওয়ার সময় সুবোধ সাহা রেললাইন পারাপারের সময় ট্রেনের নিচে কাঁটা পড়ে ঘটনা স্থলে তার মৃত্যু হয়। আমরা ঘটনার স্থানে পৌছার আগেই নিহতের অভিভাবকরা লাশটি নিয়ে গেছে বলে জানান তিনি।