জয়পুরহাট প্রতিনিধি:
অবাধ, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন জাতির জন্য অপরিহার্য। এটি জাতি, সুষ্ঠু সমাজ, গণতান্ত্রিক সমাজ গঠনে সবচেয়ে বড় ভূমিকা পালন করে। অতিতে অনেক ভুল-ত্রুটি হয়েছে। কিন্তু আমরা ২০২৪ সালের নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচন কমিশনের পরিচালনায় অবাধ, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে চাই।
শুক্রবার জয়পুরহাট সার্কিট হাউজ মাঠে দুই দিন ব্যাপী অনুষ্ঠিত ডিজিটাল উদ্ভাবনী মেলার সমাপনী দিনে প্রধান অতিথির বক্তৃতায় আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এসব কথা বলেন।
বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, আওয়ামী লীগের রাজনীতিতে পালানোর কোনো রেকর্ড নেই। আপনারা যাকে পূজা করেন, সেই ব্যক্তি ২০০৮ সালে ‘আমি আর রাজনীতি করিবো না’ মুচলেকা দিয়ে পালিয়ে বৃটেনে গিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন।
তিনি আরো বলেন, কত হাজার পর্যবেক্ষক আনবেন, কত হাজার ক্যামেরা আনবেন, আনুন জয়পুরহাটে। এক সময় তো বলা হতো জয়পুরহাট আপনাদের দুর্গ। এসব এনে দেখুন নৌকার কাছাকাছি ভোট আপনারা পান কি না।
হুইপ বলেন, বঙ্গুবন্ধু একটি কথা বলে গেছেন বাংলার প্রত্যেক মানুষের মুখে হাসি ফুটাবো। যিনি বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি করেন, আবার যিনি রাজনীতি করেন না, তিনিও তো বাংলারই মানুষ। তাই আমরা সকলের মুখে হাসি ফোটানোর রাজনীতি করি। আমি বিশ্বাস করি, আল্লাহ রব্বুল আলামিন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সেই তৌফিক দান করবেন।
জেলা প্রশাসন আয়োজিত ডিজিটাল উদ্ভাবনী মেলার সমাপনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. শরীফুল ইসলামের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম, জেলা পরিষদের চেয়ারম্যান খাজা সামছুল আলম, জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সাধারণ সম্পাদক জাকির হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান এস এম সোলায়মান আলী সহ অন্যরা।