নুরনবী রহমান বগুড়া জেলা প্রতিনিধি;
উৎসব মুখোর পরিবেশে বৃহষ্পতিবার ( ২৪ নভেম্বর) বগুড়া শিবগঞ্জ উপজেলা আটমুল ইউনিয়নের ঐতিহ্যবাহি সবর্বৃহত ধর্মীয় প্রতিষ্ঠান সাদুরিয়া রহমানিয়া আলিম মাদ্রাসায় গভনিং বডির নির্বাচন (ভোট গ্রহন) অনুষ্টিত হয়েছে। ভোটের ফলাফলে কামরুল আসাদুল্যাহ প্যানেল নিরুষ্কুশ বিজয় লাভ করেছে।
বিজয়ীরা হলেন, (এবতেদায়ি স্তরে) মোঃ আব্দুল মজিদ,(দাখিল স্তরে) মোঃ আতাউর রহমান ও মোঃ আলমগীর হোসেন,( আলিম স্তরে) মোঃ মোস্তফা কামাল এবং সংরক্ষিত নারী অভিভাবক সদস্য মোছাঃ রাশেদা বিবি।
এদিকে দাতা সদস্য পদে বিনা প্রতিদ্বদ্বীতায় আলহাজ্ব মোঃ আব্দুর রহিম মন্ডল, শিক্ষক প্রতিনিধি হিসেবে (এবতেদায়ি স্তরে) মোঃ মাহাবুবুর রহমান, (দাখিল স্তরে) মোঃ এমদাদুল হক, (আলিম স্তরে) আব্দুল করিম ও সংরক্ষিত নারী শিক্ষক প্রতিনিধি হিসেবে মোছাঃ শামসুন নাহার নির্বাচিত হয়েছেন।
সাদুরিয়া রহমানিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) মোছাঃ রোখশানা আখতার বুলবুল সাংবাদিককে যেমনটি জানিয়েছেন, চুড়ান্ত ভোটার তালিকা অনুযায়ি অত্র মাদ্রাসায় ভোটার সংখ্যা এবতেদায়ি স্তরে ৯৭জন,দাখিল স্তরে ১৭৩জন এবং আলিম স্তরে ৩৮জন মোট ৩০৭জন।
নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব টি এম আব্দুল হামিদ।
নির্বাচন চলাকালিন কেন্দ্র ও কেন্দ্রের বাহিরে আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ বাহিনীর সদস্যরা তৎপর ছিলেন।
নির্বাচনী ফালফলে অভিভাবক ও এলাকাবাসি সন্তোষ প্রকাশ করেছেন।
—–
নুরনবী রহমান বগুড়া জেলা প্রতিনিধি
০১৭১১৭১৭০১৫
তাং- ২৪/১১/২০২২ইং