মহিনুল ইসলাম সুজন,নীলফামারী জেলা প্রতিনিধি:
দক্ষ পুলিশ সমৃদ্ধ দেশ-বঙ্গবন্ধুর বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সঙ্গে নিয়ে ডিমলা থানা পুলিশের আয়োজনে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে।বুধবার(২৩ নভেম্বর)বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত থানা প্রাঙ্গনে অনুষ্ঠিত ওপেন হাউস ডেতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নীলফামারী পুলিশ সুপার(এসপি)মোহাম্মদ মোস্তাফিজুর রহমান (পিপিএম) ও গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন,নীলফামারী-১(ডোমার-ডিমলা)
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)লাইছুর রহমানের সভাপতিত্বে ও ওসি(তদন্ত)বিশ্বদেব রায়ের সঞ্চালনায় এতে বক্তব্য দেন,সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সামছুল হক,কমিউনিটি পুলিশিং কমিটির সভিপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক মিন্টু,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সিদ্দিকা।
এ সময় উপস্থিত অনেকের প্রশ্নের উত্তর দিয়ে পুলিশ সুপার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।