শারমিন আশা স্বর্ণা
জয়পুরহাট প্রতিনিধ
;জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার কৃষ্ণনগর দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে মারপিটের ঘটনা ঘটেছে।
এ অবস্থায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে অনুষ্ঠিত ওই মাদ্রাসা কমিটির ভোট গ্রহণ স্থগিত ঘোষণা করা হয়ে।
স্থানীয়রা জানিয়েছেন, মাদ্রাসাটির ভোট গ্রহণ চলাকালীন সময়ে দুই সভাপতি প্রার্থী আনোয়ার হোসেন ও বোরহান উদ্দীনের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে শিক্ষা অফিসের সামনেই মারপিটের ঘটনা ঘটে। এসময় সভাপতি প্রার্থী বোরহান উদ্দীনের ছেলে মাসুদ রানা জাহাঙ্গীর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এই ঘটনায় ওই মাদ্রাসার সভাপতি নির্বাচনের ভোট গ্রহণ স্থগিত ঘোষণা করে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও প্রিজাইডিং অফিসার ছফিউল্লাহ সরকার।
সভাপতি প্রার্থী ও বড়তারা ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দীন বলেন, আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তার সমর্থকেরা আমার বড় ছেলেকে মেরে আহত করেছে। সে বর্তমানে চিকিৎসাধীন। সুস্থ হলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
অপর সভাপতি প্রার্থী আনোয়ার হোসেনের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও কৃষ্ণনগর দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটি নির্বাচনের প্রিজাইডিং অফিসার ছফিউল্লা সরকার বলেন, সভাপতি পদে দুই প্রার্থীর মধ্যে হট্টগোল সৃষ্টি হওয়ায় নির্বাচনের ভোট গ্রহণ স্থগিত ঘোষণা করা হয়েছে।
এ ব্যাপারে ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ জাহিদুল হক বলেন, মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচন নিয়ে মারামারি সংক্রান্ত কোন অভিযোগ পাইনি। তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।