স্টাফ রিপোর্টারঃ বগুড়ার উপজেলার ইতিহাস খ্যাত ভবানীপুর ইউনিয়ন এর ঢেপুয়া গ্রামে আত্তমানবতার সেবায় “ট্রাষ্ট ফান্ড” একটি সেবামূলক সংগঠন গড়ে তোলা হয়েছে।
এলাকার কলেজ পড়ুয়া কিছু বেকার যুবকেরা এই সংগঠনটি গত চার মাস হলো পরিচালনা করছেন। তাদের নিজস্ব জমানো সঞ্চিত অর্থ দিয়ে এলাকর হতদরিদ্র পরিবারের মাঝে শীত বস্ত্র, শুকনো খাবার, চাল ডাল, বই পুস্তক খাতা কলম সহ বিতরণ করেছেন।
নতুন প্রজন্মের এই সংগঠনের কার্যক্রম এলাকায় বেশ সুনাম অর্জন করেছে বলে জানান স্থানীয়রা।
৩০ সদস্য বিশিষ্ট কমিটির উদ্যোক্তা ও সভাপতি পদে দায়িত্ব পালন করছেন ঢেপুয়া গ্রামের ফরিদ উদ্দিন এর ছেলে মোঃ জুলহাস হাসান।
তিনি জানায়, সরকারের সামাজিক উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি আমাদের পিতা মাতার দেওয়া জমানো সঞ্চিত অর্থ আমরা এলাকার কিছু দুস্ত মানুষের মাঝে বিতরণ করে আসছি। যা আগামী দিনে আরও বিস্তার লাভ করবে বলে আশাবাদী।
এর পাশাপাশি আমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য যদি কেউ সেচছায় আমাদের সংগঠনে দান করতে চায়, তাহলে বেশিরভাগ মানুষকে এই সেবা দিতে পারব ইনশাআল্লাহ।