আব্দুল কুদ্দুস তালুকদার, রায়গঞ্জ সিরাজগঞ্জ থেকে; সিরাজগঞ্জের রায়গঞ্জ, তাড়াশ এলাকার নিভৃত পল্লী নিমগাছির আদিবাসী মেয়েরা গত শুক্রবার রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ ফুটবল দল হিসাবে চ্যাম্পিয়ন হয়ে আট জেলার সেরা দলরূপে অনন্য সম্মান বয়ে আনলো অত্রাঞ্চলের জন্য।
জানা গেছে, রাজশাহী বিভাগীয় পর্যায়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালিকা ( অনুর্ধ – ১৭) সিজন ২০২২ -২৩ এর ফাইনাল পর্ব অনুষ্ঠিত হয় গত বুধবার রাজশাহী শহরের মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে সকাল ৯ টায়, যার আয়োজক ছিল রাজশাহী বিভাগীয় প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস, রাজশাহী।
এতে অংশ নেয় সিরাজগঞ্জ জেলা দল এবং নওগাঁ জেলা দল। সিরাজগঞ্জ জেলা দলে খেলোয়াড় হিসাবে ছিল অয়ন্ত, সুস্মিতা, অনামিকা, তিথি শীল, তিথি মাহাতো, শ্রাবন্তী, রিতু, অন্তরা, রীতা, অষ্টমী।
দলের কোচ বা ম্যানেজারের দায়িত্ব পালন করেন নীহার রঞ্জন মাহাতো। তীব্র প্রতিযোগিতাপূর্ন খেলায় নওগাঁ জেলা দলকে স্ট্রাইকার অয়ন্তের একমাত্র গোলে পরাজিত করে সিরাজগঞ্জ জেলা দল চ্যাম্পিয়নের মর্যাদা অর্জন করে।