এম.দুলাল উদ্দিন আহমেদ,সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে কৃষি জমি থেকে শামসুল হক মোল্লা (৪৮) নামের এক কৃষকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার(২২ নভেম্বর)সকালে উপজেলার জালালপুর ইউনিয়নের সৈয়দপুর গ্রামের কৃষি জমি থেকে শাহজাদপুর থানা পুলিশ এ মৃতদেহটি উদ্ধার করেছে। নিহত শামসুল হক মোল্লা সৈয়দপুরের মৃত্যু জালাল হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানাগেছে, মঙ্গলবার(২২ নভেম্বর) সকালে স্থানীয় কৃষকেরা সৈয়দপুর জমির মাঠে গেলে শামসুল হকের মৃতদেহটি পড়ে থাকতে দেখতে পান এবং তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে। ঘটনাস্থলে থাকা উপপরিদর্শক(এসআই) আব্দুল মালেক জানান-লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ প্রাথমিক ধারণা করছেন পরিকল্পিতভাবে দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধে হত্যার পর মৃতদেহটি ফেলে রেখে গেছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।