1. aknannu1964@gmail.com : AK Nannu : AK Nannu
  2. admin@asianbarta24.com : arifulweb :
  3. angelhome191@gmail.com : Mahbubul Mannan : Mahbubul Mannan
  4. info@asianbarta24.com : Dev Team : Dev Team
বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ০১:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
বেসিক ব্যাংক বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে জাতির পিতার জন্মদিন উপলক্ষে “দোয়া ও আলোচনা সভা নড়াইলে ১২০ টাকায় খরচে পুলিশের চাকরি পেলেন ২৭ জন বঙ্গবন্ধুর বাংলাদেশে,পুলিশ আছে জনতার পাশে: সিরাজগঞ্জের পুলিশ সুপার দিনাজপুরে ‘রংধনু’র জমকালো প্রকাশনা উৎসব তোমাদেরকেই এই দেশ এগিয়ে নিতে হবে: সৈয়দ আহমদ শফী আশরাফী শিক্ষার্থীদের মেধা অম্বেষনে ফুলবাড়ীতে দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শিবগঞ্জের ফাঁসিতলা ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ঈদগাঁও থানার বির্তকিত ওসি গোলাম কবিরকে অবিলম্বে প্রত্যাহার দাবী শিবগঞ্জে ভূমিহী-গৃহহীন পরিবারকে চতুর্থ পর্যায়ে জমি ও গৃহ হস্তান্তর সিংড়ায় দশম শ্রেণির শিক্ষার্থীকে মারপিট

জয়পুরহাটে এক কেজি নতুন আলুর দামে মিলছে ৪ কেজি পুরাতন আলু

  • আপডেট করা হয়েছে : মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২
  • ১০৪ বার দেখা হয়েছে
জয়পুরহাট প্রতিনিধি:

জয়পুরহাটে শীতের প্রভাব পড়ছে স্থানীয় বাজারগুলোতে। শীতের সবজির পাশাপাশি বাজারে উঠতে শুরু করছে নতুন আলু।  তবে দাম বেশ চড়া। বাজার ঘুরে দেখা যায় প্রতি কেজি নতুন আলু বিক্রি হচ্ছে ৮০ থেকে ১৫০ টাকা দরে। যদিও পুরাতন আলু ২০ থেকে ৩০ টাকায় পাওয়া যাচ্ছে।

কয়েকটি বাজার ঘুরে দেখা যায় দোকানের অনন্য কাঁচা সবজির পাশে অল্প পরিমান করে নতুন আলু সাজিয়ে রেখেছে বিক্রেতারা। জয়পুরহাটের নতুনহাট বাজারের শতাধিক দোকানে নতুন আলুর দেখা না গেলেও একটি দোকানে নতুন আলু বিক্রি করতে দেখা গেলো। বাকি দোকানের মালিকরা নতুন আলুর দাম কমার অপেক্ষায় রয়েছেন।

বিক্রেতা খাইরুল ইসলাম  সবুজ বলেন, আমি প্রথম আলু ওঠালাম। দাম তো একটু বেশি থাকবেই। দিন যত যাবে, বেশি পরিমাণে আলু আসবে। তখন দাম স্বাভাবিক হবে। নতুন আলুর  সরবরাহ অনেক কম, আরও সময় লাগবে সরবরাহ বাড়তে। নতুন আলু ৭০ টাকা কেজি দরে কিনে  ৮০ টাকা কেজি দরে বিক্রি করছি। দাম অনেক বেশি হওয়ায় অল্প পরিমান উঠালাম। সকাল থেকে ক্রেতারা শুধু দাম শুনছে কিন্তু কিনছে না। নতুন আলুর দাম শুনে পুরাতন আলু কিনে নিয়ে যাচ্ছে।

নতুন আলুর দাম শুনে পুরাতন আলু কেনা ক্রেতা মো. দোলন হোসেন বলেন, নতুন আলু বাজারে উঠেছে লোকজনের মুখে শুনলাম, তাই ভাবলাম কিনবো। দাম এত বেশি কেনা আর হলো না। আর কিছুদিন পর আলুর সরবরাহ বেশি হলে দাম কমবে তখন কিনবো। এখন নতুন আলুর ১ কেজির টাকা দিয়ে পুরাতন আলু ৪ কেজি কিনতে পারছি।

পুরাতন আলু বিক্রেতা বাবু বলেন, এত বেশি দামে আলু সব ক্রেতারা কিনবে না। তাই নতুন আলু দোকানে উঠাইনি। পুরাতন আলুই বিক্রি করছি কাডিলাল ২৫ টাকা, সাদা ইষ্টিক আলু ২০ টাকা, লাল গোল আলু ৩০ টাকা কেজি দরে। নতুন আলু বাজারে মাত্র আসলো। যখন বেশি আসবে, তখন পুরাতন আলুর এই দাম থাকবে না।

এদিকে শুধু আলু নয় শীতের সবজি মুলা, টমেটো, পেঁপে, পাতা কপি, শিম, ফুল কপি বাজারে উঠতে শুরু করেছে। এসব সবজির দামও বেশ চড়া। অপরদিকে, নতুন সবজির বাজারে দর ভালো পাওয়ায় খুশি স্থানীয় চাষিরা।

সবজির বাজার ঘুরে দেখা গেছে প্রতিকেজি পাতাসহ পেঁয়াজ ৫০ থেকে ৬০ টাকা, কাঁচা মরিচ ৪০ থেকে ৫০ টাকা, রসুন ৬০থেকে ৭০ টাকা, শিম ৮০ থেকে ১০০ টাকা, মুলা ১৫ থেকে ২৫ টাকা, ঢেঁড়স ৫৫ থেকে ৬০ টাকা,বাঁধা কপি ৪০ থেকে ৫০ টাকা,টমেটো কাঁচা ৪০ থেকে ৫০ টাকা,পাঁকা টমেটো ৬০ থেকে ৮০ টাকা ও নতুন ফুলকপি প্রতিটি ৪০ থেকে ৪৫ টাকা দরে বিক্রি হচ্ছে।

বন্ধুদের মাঝে শেয়ার করুন

এরকম আরও বার্তা
স্বত্ব © ২০১৫-২০২২ এশিয়ান বার্তা  

কারিগরি সহযোগিতায় Pigeon Soft