জয়পুরহাটের পাঁচবিবিতে ৫শ ৯ পিচ ইয়াবা ট্যাবলেট ও ১৫ পিচ বুপ্রেনরফিন ইঞ্জেকশনসহ দুই মাদক কারবারীকে আটক করেছে র্যাব আটককৃতরা হলো জেলার পাঁচবিবি উপজেলার বালিঘাটা বাজারের মৃত আলী হোসেনের ছেলে জামাল হোসেন (৫০) ও একই এলাকার আব্দুর রহমান শেখের ছেলে শেখ রানা (৩০)।
র্যাব জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে পাঁচবিবি পৌরসভার সোনারপট্টি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের নিকট থেকে একটি সোটরসাইকেল, ২টি মোবাইল ও নগদ টাকা জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে পাঁচবিবি থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক মেজর মোঃ মোস্তফা জামান জানান, আটককৃতরা দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা এবং বুপ্রেনরফিন ইঞ্জেকশন অবৈধভাব সংগ্রহ করে অভিনব কায়দায় জেলার বিভিন স্থানে মাদকসেবী ও মাদক কারবারীদর নিকট সরবরাহ কর আসছিলো। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এমন্টাই স্বীকারোক্তি দিয়েছে।