স্টাফ রিপোর্টার বগুড়াঃ
বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলা কৃষি অফিস আয়োজিত বিনামূল্যে সার সরিষা গম ভুট্টা মসুরসহ লাল শাক ইত্যাদি বীজ বিতরণ করেছেন ২০২২-২৩ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বগুড়ার দুপচাঁচিয়াতে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ক্ষুদ্র ও প্রান্তিক ৪ হাজার ৪ শত ৩০ জন কৃষকদের মাঝে বিনামূল্যে ফসলের বীজ ও সার বিতরণ করা হয়।
সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার সুমন জিহাদীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন দুপচাঁচিয়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক প্রামানিক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি আমিনুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাজেদুল আলম।
উক্ত অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাব দুপচাঁচিয়া উপজেলা শাখার সভাপতি মোসাব্বর হাসান মুসা। উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু আব্দুল্লাহ প্রিন্স সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।