এম দুলাল উদ্দিন আহমেদ,সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের খলিশাকুড়া হাটবয়ড়া উচ্চ বিদ্যালয় মাঠে ফুরফুরার গদ্দীনশিন পীরের ৬ষ্ঠ বার্ষিক ওয়াজ ও ইছালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯নভেম্বর) বাদ আছর থেকে ওয়াজ ও ইছালে সওয়াব মাহফিলে সভাপতিত্ব করেন,খোকশাবাড়ী ইউনিয়নের বিশিষ্ট মুরুব্বি ও সমাজসেবক আলহাজ্ব মো.রেজাউল করিম মুন্সি।
ওয়াজ ও ইছালে সওয়াব মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম এর প্রধান সাহাবী ও মুসলিম জাহানের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক (রা.) এর বংশধর এবং মুজাদ্দেদ জামান আবু বকর সিদ্দিক ফুরফুরাভী (রহ.) এর উত্তরসূরী, ফুরফরার গদ্দীনশিন পীর, তাওহীদ ও শিরক এবং সুন্নত ও বিদআতের পার্থক্যকারী এবং মুসলিম ঐক্যর প্রতীক আল্লামা শাইখ আবুবকর আব্দুল হাই মিশকাত সিদ্দিকী আল কুরাইশী।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, দরবারে ফুরফুরার মুয়াল্লিম, জামিয়াতুল কুরআনিল কারীম’র মুদাররিস, নতুন রুপপুর জামে মসজিদের খতিব হযরত মাওলানা মুহাঃ আব্দুল খালেক। দ্বিতীয় বক্তা হিসেবে বক্তব্য রাখেন, ঢাকা ফুরফুরা দরবারের মুব্বাল্লিগ আলহাজ্ব মীর রহমত উল্লাহ।
এসময় চর ছোনগাছা ইসলামিয়া সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসার প্রাক্তন প্রিন্সিপাল আলহাজ্ব মাওলানা মোঃ আনোয়ার উল্লাহ মজনু, সিরাজগঞ্জ কালেক্টরেট জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোঃ আবু বক্কার সিদ্দিকী,খোকশাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী আব্দুল খালেক, সিরাজগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের সহকারী অধ্যাপক আব্দুর রাশেদ পাভেল,দৈনিক আমাদের বাংলা পত্রিকার সিরাজগঞ্জ ব্যুরো চীফ শেখ মোঃ এনামুল হক,খোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার ফিরোজ, ফুরফুরা দরবারের খলিফা মাওলানা মোঃ নুরে আলম ফারুকী, খোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব সুলতান মাহমুদ, হাটবয়ড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ওয়াজেদ আলী কপতসহ খোকশাবাড়ী, ছোনগাছা,বহুলী ও বাগবাটি ইউনিয়নের আলেম ওলামা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মাহফিল পরিচালনা করেন,পাঁচিল আল-কুরআন মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মোঃ রবিউল ইসলাম।