স্টাফ রিপোর্টারঃ
সিরাজগঞ্জের রায়গঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে এক দল পুলিশের অভিযানে ৯০বতল ফেন্সিডিল ও ৫ কেজি গাঁজা সহ ৫জন মাদক বিক্রেতাকে আটক করেছে রায়গঞ্জ থানা পুলিশ। এসময় মাদক বহনকারী একটি মিনি ট্রাক এবং নগদ ১৫ হাজার টাকা সহ একটি মোটর সাইকেল আটক করা হয়েছে।
রায়গঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরাট থেকে নারায়নগঞ্জগামী মালবাহী ট্রাকে তল্লাসি চালিয়ে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের মাস্টার পাম্প (পিংকি পাম্প) হাইওয়ে থেকে ৫ কেজি গাঁজা ও ৯০ বোতল ফেন্সিডিলসহ ৫ জনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, লালমনিরহাট জেলার কালীগঞ্জের উত্তর বত্রিশ হাজারি (চাপার হাট) এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে মঞ্জুরুল ইসলাম,সুদনা রায়ের ছেলে সুমন্ত রায়,তরুণী রায়ের ছেলে রতন চন্দ্র, সিরাজগঞ্জ সদর থানার চককোদাশ পাড়া এলাকার আব্দুল হানিফ শেখের ছেলে রাসেল শেখ ও রাজু শেখ।
এ বিষয়ে রায়গঞ্জ থানার ওসি আসিফ মোহাম্মাদ সিদ্দিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার ২টার দিকে রায়গঞ্জ থানা পুলিশ ৫কেজি গাঁজা ও ৯০ বোতল ফেন্সিডিলসহ ৫ জনকে আটক করে । এ সময় গাঁজা ও ফেন্সিডিল বহনকারী ১টি ট্রাক ১টি মটর সাইকেলসহ নগদ ১৫ হাজার টাকা জব্দ করা হয়েছে এবং মামলা দায়ের করে আসামিদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।