1. aknannu1964@gmail.com : AK Nannu : AK Nannu
  2. admin@asianbarta24.com : arifulweb :
  3. angelhome191@gmail.com : Mahbubul Mannan : Mahbubul Mannan
  4. info@asianbarta24.com : Dev Team : Dev Team
রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ০৭:৩৮ পূর্বাহ্ন

যুবসমাজকে মাদক মুক্ত করতে গোপালগঞ্জের মুকসুদপুরে মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

  • আপডেট করা হয়েছে : শনিবার, ১৯ নভেম্বর, ২০২২
  • ৩৪ বার দেখা হয়েছে

ইবাদুল রানা কাশিয়ানী, গোপালগঞ্জ:

যুবসমাজকে মাদক মুক্ত করতে গোপালগঞ্জের মুকসুদপুরে মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এ খেলা দেখতে উপস্থিত হন কয়েক হাজার দর্শক। এমন খেলার আয়োজন করলে যুব সমাজ মাদকমুক্ত থাকবে এমনটাই মনে করেন দর্শনার্থীরা। কয়েকদিন পরই অনুষ্ঠিত হবে ফুটবল বিশ্বকাপ। কে হবে চ্যাম্পিয়ন সেই তর্কে চলছে দেশজুড়ে। বিশ্বকাপ জ্বরের মধ্যে যুবকদের মাঠমুখী করে মাদকের ভয়ালথাবা থেকে রক্ষা

করতে বিশিষ্ট ব্যবসায়ী এ কে এম ফায়েকুজ্জামানের উদ্যোগে উপজেলার বাটিকামারীর রথখোলা বঙ্গবন্ধু মিনি স্টেডিয়ামের মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। খেলায় আসমত স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হয় সূদূর হবিগঞ্জ জেলা থেকে আগত ব্যারিস্টার সাইদুল হক সুমন একাডেমী একাদশ। আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যে দিয়ে দু’দলের খেলা হয়ে ওঠে উপভোগ্য। খেলায় অংশ নেন আলোচিত ব্যারিস্টার সুমন। নির্ধারিত সময়ে খেলা ১-১ গোলে ড্র হয়। আর এমন খেলা দেখতে পেরে খুশি দর্শকরা ।

এ খেলা দেখতে দুপুর থেকেই মাঠে আসতে থাকে নানা বয়সী দর্শক। কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে পুরো মাঠ। আনন্দ উল্লাস আর করতালিতে মুখরিত হয়ে ওঠে পুরো মাঠ। যুব সমাজকে মাদক মুক্ত করতে আগামীতেও এমন আয়োজনের দাবি দর্শকদের। যুব সমাজকে মাঠমুখী করতে পারলে মাদকমুক্ত করার পাশাপাশি এগিয়ে যাবে দেশের ফুটবল এমনটি মনে করেন ব্যারিস্টার সুমন।

সট-০১ : ব্যারিস্টার সাইদুল হক সুমন, সভাপতি, ব্যারিস্টার সাইদুল হক সুমন একাডেমী একাদশ, হবিগঞ্জ। আগামীতেও এমন আয়োজনের কথা জানান, এ আয়োজোক। সট :০২ এ কে এম ফায়েকুজ্জামান, বিশিষ্ট ব্যবসায়ী ও উদ্যোক্তা। দেশের প্রতিটি স্থানে খেলাধুলা ছড়িয়ে দিতে পারলে যুব সমাজকে মাদকমুক্ত রাখার পাশাপাশি এগিয়ে যাবে দেশের ফুটবল এমনটিই প্রত্যাশা সকালের।

বন্ধুদের মাঝে শেয়ার করুন

এরকম আরও বার্তা
স্বত্ব © ২০১৫-২০২২ এশিয়ান বার্তা  

কারিগরি সহযোগিতায় Pigeon Soft