জাহিদুল কবির মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের মধুপুর উপজেলার খৃষ্টান ধর্মাবলম্বীদের উপাসনালয় পীরগাছা ধর্মপল্লীর নব নির্মিত সাধু পৌলের গির্জার শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকালে ময়মনসিংহ ধর্ম প্রদেশের পুরোহিত বিশপ পনেন পল কুবি সিএসসি নবনির্মিত এই গির্জা উদ্বোধন করেন।
উদ্ভোধনী সভায় সভাপতিত্ব করেন পীরগাছা সাধু পৌলের ধর্মপল্লীর পাল পুরোহিত লরেন্স রিবেরু সিএসসি। উদ্বোধনি নানা আচার অনুষ্ঠানে অংশ নেন কার্ডিনাল পেট্রিক ডি রোজারিও সিএসসি, ময়মনসিংহ প্রদেশের ভিকার জেনারেল শিমন হাচ্ছা, নটরডেম বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ থাবেডিউস হেম্ব্রম, উপাধ্যক্ষ শংকর রোজারিও, দাতা সংস্থার প্রতিনিধি জুসেপিনু, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সেবাষ্টিন রেমা, অতিরিক্ত ডিআইজি প্রলয় চিসিম, উপসচিব বেঞ্জন চাম্বুগং, উপসচিক হেমন্ত হেনরী কুবি, উপসচিব লিটুশ চিরান, জলছত্র খ্রিস্ট দেহ ধর্মপল্লীর পাল পুরোহিত মাইকেল, আইএলওর আদিবাসী বিষয়ক ন্যাশনাল কোঅর্ডিনেটর আলেক্সসিউম চিছাম, কারিতাসের পরিচালক অপূর্ব ¤্রং, মধুপুর উপজেলার ভাইস চেয়ারম্যান যষ্ঠিনা নকরেক প্রমূখ।
অনুষ্ঠানে খৃষ্টযাগ, দেশ ও জাতির কল্যাণে প্রার্থনা, খৃষ্ট ধর্মীয় আলোচনা সভাসহ বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।