এম.দুলাল উদ্দিন আহমেদ,সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা কৃষক লীগের ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠনের তিনদিন পর তা বিলুপ্ত করা হয়েছে। শনিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় জেলা কৃষক লীগের আহ্বায়ক ইকবাল বাহার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নানা রকম প্রশ্ন উঠায় কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আলোচনা করে বৃহস্পতিবার কমিটি বিলুপ্ত করা হয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, সোমবার (১৪ নভেম্বর) জেলা কমিটির আহ্বায়ক ইকবাল বাহার ও যুগ্ম-আহ্বায়ক নজরুল ইসলামের সই করা একটি পত্রে তাড়াশ উপজেলা কৃষক লীগের আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়। তবে তিনদিনের মাথায় বৃহস্পতিবার (১৭ নভেম্বর) কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
উক্ত কমিটিতে মীর মো. শহিদুল ইসলামকে আহ্বায়ক ও নূরুল ইসলাম রাঙ্গাকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছিল জেলা কমিটি। তবে ঘোষণার পরপরই নৌকার বিপক্ষে কাজ করা ব্যক্তিকে উপজেলা কমিটির আহ্বায়ক করায় বেশ সমালোচিত হয় সংগঠনটি। কারণ তিনি নৌকার বিপক্ষে বিদ্রোহী প্রার্থী হিসেবে সদর ইউনিয়ন ও উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিয়েছিলেন।
কমিটি বিলুপ্তির বিষয়ে তাড়াশ উপজেলা কৃষক লীগের আহ্বায়ক মীর মো. শহিদুল ইসলাম কমিটি বহাল আছে দাবি করে বলেন, কেন্দ্রীয় নেতা সাখাওয়াত হোসেন সুইটের সঙ্গে কথা হয়েছে। তিনি জানিয়েছেন কমিটি বিলুপ্ত হয়নি। তবে জেলার নেতারা যদি কারণ দর্শানো নোটিশ ছাড়া কমিটি বিলুপ্ত করে। তাহলে অবশ্যই আমি আইনি ব্যবস্থা নেবো।