জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়ন বিএনপির সম্মেলণ স্থলে ককটেল ফাটিয়ে সম্মেলন পন্ডের চেষ্টা করা হয়েছে। খবর পেয়ে পুলিশ আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে লাটিচার্জ করে নেতাকর্মিদের ছত্রভঙ্গ করে দেয়।
জানা গেছে, পূর্ব ঘোষনা অনুযায়ী শনিবার বিকালে ধরঞ্জী ইউনিয়ন বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলণের কার্যক্রম ধরঞ্জী ফুটবল খেলার মাঠে উপজেলার নেতাকর্মিদের নিয়ে শান্তিপূর্ণভাবে চলছিল। কে বা কারা ককটেল সেখানে ফোটায়। এ সময় পুলিশ এসে লাটিচার্জ করে
তাদের কার্যক্রম বন্ধ করে দেয় এবং কয়েকজন নেতাকর্মিকে আটক করে নিয়ে যায়।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব বলেন, উপজেলা ধরঞ্জী ইউনিয়ন বিএনপির সম্মেলণ স্থলে বিদ্রোহী গ্রুপের নেতারা ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে বিশৃংখোলার চেষ্টা করে। পুলিশ আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে লাটিচার্জ করে নেতাকর্মিদের ছত্রভঙ্গ করে দেয়।