সংবাদ বিজ্ঞপ্তি: পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলন রাজশাহী জেলা শাখার উদ্যোগে আগামী ১৯ নভেম্ব^র ২০২২ শনিবার সকাল ১০ ঘটিকায় রাজশাহী আইডিইবি মিলনায়তনে “জলাশয় পুনরুদ্ধারে করনীয় শীর্ষক আলোচনা ও নবগঠিত রাজশাহী জেলা কমিটির পরিচিতি সভা” অনুষ্ঠিত হবে।
সভাপতিত্বে করবেন সবুজ আন্দোলন রাজশাহী জেলা শাখার আহ্বায়ক ইঞ্জিনিয়ার জিয়া উদ্দিন আহমেদ জিয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পরিষদের চেয়ারম্যান বাপ্পি সরদার। উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন এসিআই গোদরেজ এগ্রোভেট প্রাইভেট লিমিটেডের ফ্যাক্টরী ম্যানেজার ইঞ্জি. রবি শংকর ঘোষ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. উদয় শংকর বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নিরাপদ সড়ক চাই রাজশাহী জেলার সভাপতি এ্যাড. তৌফিক আহসান টিটু, রাজশাহী জেলা চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রিজের পরিচালক সাজিদ রওশন ইসান। এছাড়াও বক্তব্য রাখবেন সবুজ আন্দোলন রাজশাহী জেলা শাখার নেতৃবৃন্দ। সঞ্চালনা করবেন সবুজ আন্দোলন রাজশাহী জেলা শাখার যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম আরিফ।