তাড়াশ ( সিরাজগঞ্জ ) প্রতিনিধি ঃ সিরাজগঞ্জের তাড়াশে উপজেলা কৃষকলীগের উদ্যোগে
প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার তাড়াশ প্রেসক্লাব চত্তরে উপজেলা কৃষকলীগের
আহবায়ক মীর শহিদুল ইসলাম শহিদের বিরুদ্ধে জাতীয়, স্থানীয় দৈনিক ও অনলাইন পত্রিকাসহ
বিভিন্ন মাধ্যমে অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি মোঃ ইউনুস তাড়াশী’র সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা কৃষকলীগের আহবায়ক
মীর শহিদুল ইসলাম, সদস্য সচিব মোঃ নজরুল রাঙ্গা, যুগ্ন আহবায়ক সুলতান মীর, সদস্য মোঃ
মুনসুর রহমান, মোজাফ্ধসঢ়;ফর হোসেন, আব্দুল আলিম প্রমুখ।মীর শহিদুল ইসলাম শহিদ তার বক্তব্যে
বলেন, আমি ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদ নির্বাচনে কখনই আওয়ামীলীগের বিদ্রোহী
প্রার্থী হয়ে নির্বাচন করিনি।
কারন দলের কাছে আমি মনোনয়ই চাইনি, তাই বিদ্রোহী প্রার্থী হওয়ার কোন প্রশ্নই আসেনা। আমি প্রতিটি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী
হয়েছি। জেলা ও কেন্দ্রীয় নেতৃত্ব আমার রাজনৈতিক কার্যক্রম মুল্যায়ন করেই আমাকে উপজেলা
কৃষকলীগের আহবায়ক করেছে। দলের মধ্যে ঘাপটি মেরে থাকা কতিপয় স্বার্থবাদী মহল আমার
বিরুদ্ধে এধরনের অপপ্রচারে লিপ্ত রয়েছে। আমি সবাইকে দলের বিরুদ্ধে ষড়যন্ত্র না করে মাননীয়
প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আহবান জানাচ্ছি।