রশিদুর রহমান রানা শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়া শিবগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২২ এর সমাপ্তি দিনে গাড়ি পাম্প,অগ্নিনির্বাপণীসহ বিভিন্ন সরঞ্জামাদি প্রদর্শনসহ আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
‘দুর্ঘটনা-দুর্যোগ হ্রাস করি, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শিবগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের আয়োজনে ডিফেন্স সপ্তাহ পালন করা হয়।
সপ্তাহ পালনের শেষ দিন বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকাল থেকে উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন চত্বরে জনগণের সচেতনায় বিভিন্ন সরঞ্জাম প্রদর্শন করা হয়।
ফায়ার সার্ভিস প্রতিষ্ঠানের সকল কার্যক্রম জনগনের সেবায় অগ্নি নির্বাপণ, অগ্নি প্রতিরোধ, উদ্ধার, আহতদের প্রাথমিক চিকিৎসা প্রদান, মুমুর্ষ রেগীদের হাসপাতালে প্রেরণ, বিদেশি ভিআইপিদের অগ্নি নিরাপত্তা প্রদানসহ সব ধরনের প্রাকৃতিক ও মানবিক দূর্ঘটনার উদ্ধারকার্যে সক্রিয়ভাবে কর্মীরা অংশগ্রহণ করে থাকেন।
প্রদর্শন শেষে ওয়্যারহাউজ ইন্সপেক্টর সিভিল ডিফেন্স স্টেশন শিবগঞ্জ এর বেলজার হোসেন এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু। এসময় উপস্থিত ছিলেন সাব অফিসার মমিনুল ইসলাম, লিডার শামসুল আলম, মোত্তালিব হোসেন, মিজানুর রহমান, সমাজ সেবক আব্দুল আলীম রঞ্জু, কাজী মোনায়েম হোসেন প্রমুখ।