এম.দুলাল উদ্দিন আহমেদ,সিরাজগঞ্জ প্রতিনিধি:
৩ ডিসেম্বর রাজশাহী বিভাগীয় গণসমাবেশ সফল করার লক্ষ্যে আজ বুধবার (১৬ নভেম্বর) এনায়েতপুর থানা বিএনপির উদ্যোগে লিফলেট বিতরণ ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেড প্রধান ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগির আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক শেখ মো এনামুল হক ও তথ্য ও গবেষণা বিষয়ক সহ-সম্পাদক এম দুলাল উদ্দিন আহমেদ।
এনায়েতপুর থানা বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম মাস্টার এর সভাপতিত্বে ও যুগ্ন-আহ্বায়ক রওশন আলী মন্টুর পরিচালনায় অনুষ্ঠিত প্রস্তুতি সভা শেষে লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নেন এনায়েতপুর থানা বিএনপির যুগ্ন-আহ্বায়ক আব্দুস ছালাম, লিয়াকত হোসেন লাবু,বিজয় আহম্মেদ ও সদস্য মিজানুর রহমান মজনু, মুক্তার হাসান ও থানা যুবদলের সদস্য সচিব সাইদুল ইসলাম রাজসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী।