জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাট সদর উপজেলার নিশির মোড় এলাকায় এক গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ফেরদৌস হোসেন (৪৬) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় সদর থানায় একটি মামলা দায়ের করেছে ভুক্তভোগী ওই গৃহবধূ।
গ্রেপ্তারকৃত ফেরদৌস হোসেন জয়পুরহাট সদর উপজেলার বেল আমলা গ্রামের মৃত জাবদুলের ছেলে।
এ বিষয়ে জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম জানান, ঘটনার পর ওই গৃহবধূ থানায় এসে মামলা দায়ের করেন। মামলার পরই অভিয্ক্তুকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।