মারুফ সরকার, ঢাকা ঃ শ্রম আদালত ও শ্রম আপিল ট্রাইব্যুনালের বেহাল দশা ও বিভিন্ন অনিয়মের প্রতিবাদে অদ্য ১৫ নভেম্বর ২২ ইং রাজধানীর দৈনিক বাংলা মোড়ে শ্রম ভবনের সামনে লেবার কোর্ট বার অ্যাসোসিয়েশন ও বিচার প্রার্থীদের নিয়ে আয়োজিত এক মানববন্ধনে নানান অনিয়মের সহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের মন্ত্রীর বরাবর স্বারক লিপি দেন।
বরাবর,
মাননীয় মন্ত্রী
আইন,বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়। মহোদয়,
আপনার সদয় অবগতির জন্য জানানো যাইতেছে যে, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনার সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের নির্দেশে ঢাকাসহ মোট ১০টি শ্রম আদালত ও ঢাকাতে ১টি শ্রম আপীল ট্রাইব্যুনাল এর মাধ্যমে শ্রমিকদের দায়েরকৃত মোকদ্দমাসমূহ নিষ্পত্তি করা হয়। বর্তমানে অধিনস্থ আদালতে খায় ১৮,০০০ (আঠার) হাজার মোকদ্দমা বিচারাধীন। অন্যান্য আদালতে বিচারকার্য স্বাভাবিকভাবে চলমান থাকলেও বিগত প্রায় দেড় বছর সময় যাবৎ শ্রম আপীল ট্রাইবুন্যালে বিচারকার্যে ব্যাপক অনিয়ম পরিলক্ষিত হয়। যাহার মধ্যে (১) আদালত সঠিক সময় ও নিয়মিত না বসা, (২) মামলার দৈনিক কার্যতালিকা হালনাগাদ না করা, (৩) বিচারকার্যে মামলার দীর্ঘসূত্রিতা, (৪) বিচারিক মামলার নথি খুজে না পাওয়া, (৫) আইনজীবীদের সহিত অসৌজন্যমূলক আচরন করা।
আমাদের লেবার কোট বার এসোসিয়েশনের পক্ষে কার্যনির্বাহী কমিটি বিভিন্ন সময় উপরে উল্লেখিত অনিয়ম দূরীকরনের লক্ষ্যে মাননীয় শ্রম আপীল ট্রাইব্যুনালের দায়িত্বরত চেয়ারম্যান মহোদয়ের সহিত একাধিকবার আলাপ আলোচনা করিলে তিনি উল্লেখিত বিষয়সমূহ সমাধানের আশ্বাস প্রদান করেন। কিন্তু চেয়ারম্যান সমস্যাসমূহ সমাধানের উদ্যোগ গ্রহন না করায় গত ১৪/১১/২০২২ইং তারিখে লেবার কোর্ট বার এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সম্মানিত সভাপতি ও সাধারন সম্পাদকের নেতৃত্বে কার্যনির্বাহী কমিটির সকল সদস্য মাননীয় শ্রম আপীল ট্রাইব্যুনালের চেয়ারম্যান মহোদয়ের সহিত সৌজন্য সাক্ষাৎ ও উপরোক্ত অনিয়মের বিষয়সমূহ আলোচনাকালে বারের সভাপতি ক্রমানুযায়ী এক এক করে সকল অনিয়ম তুলে ধরেন; মাননীয় চেয়ারম্যান মহোদয় কার্যনির্বাহী কমিটির সকল বক্তব্য শুনিয়া বলেন আপনাদের কথাগুলো আমি গ্রহন করিতে পারিলাম না। পরবর্তীতে তিনি আইনজীবীদের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন এবং চেয়ারম্যান মহোদয় এক পর্যায়ে বলেন আমি যেমন আছি যেভাবেই বিচারকার্য পরিচালনা করছি সেভাবেই চলিবে।
শ্রম আপীল ট্রাইব্যুনালের বিচারকার্য দ্রুত নিষ্পত্তি হোক, মামলার জট নিরোশন হোক, বিচার প্রার্থী বিচার পাক, চেয়ারম্যান মহোদয়ের বিচার কার্য পরিচালনা না করার প্রবণতা, এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সাথে অসহযোগীতা ও অসৌজন্যমূলক আচরন ও কার্যকলাপ হইতে পরিত্রান চাই।
উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন,লেবার কোর্ট বার এসোসিয়েশন সভাপতি,এ্যাড মোঃ সেলিম আহসান খান,
সহ-সভাপতি এ্যাড মোঃ মহসীন মজুমদার,সহ-সভাপতি,এ্যাড আব্দুর সাত্তার,সাধারন সম্পাদক,মোঃ বেলায়েত হোসেনসহ লেবার কোর্ট বার এসোসিয়েশনের আইনজীবি ও বিচার প্রার্থীবৃন্দ।