নাটোর প্রতিনিধি: তথ্য ও সম্প্রসার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেেেছন, দেশটাকে বিএনপি পিছনে নিয়ে যেতে চায়। আজকে যে উন্নতি তা পিছনে নিয়ে যেতে চায়। তারা এ দেশ টাকে পাকিস্থান বানাতে চায়। তাদের স্লোগান হলো টেক ব্যাক বাংলাদেশ। তারা ডিজিটাল বাংলাদেশকে আনালগ বাংলাদেশে রূপান্তরিত করতে চায়। নাটোরের গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।
দুপুরে উপজেলার গুরুদাসপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে মন্ত্রী মির্জা ফকরুলকে ধন্যবাদ জানিয়ে আরো বলেন, আওয়ামী লীগের পতন হলে তারেক জিয়ার নেতৃত্বে জাতিয় সরকার গঠন করা হবে।তারা আবার এ দেশকে বাংলা ভাইয়ের প্রতিষ্ঠা করতে চায়। তারা আবার একুশের গ্রেনেড হামলা প্রতিষ্ঠা করতে চায়। তাদের হাতে এদেশ দেযা যাবেনা।
ড. হাছান মাহমুদ, তথ্য ও সম্প্রচার মন্ত্রী । প্রথম অধিবেশন শেষে আনিছুর রহমান কে সভাপতি ও আব্দুল মতিনকে সাধারণ সম্পাদক করে নাম ঘোষনা করেন ড.হাছান মাহমুদ। এসময় আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, বাংলাদেশ জেলা আওয়ামী লীগের সদস্য ড. রোকেয়া সুলতানা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ।
সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি। সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান, সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল এমপি, শহিদুল ইসলাম বকুল এমপি বক্তব্য রাখেন । সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. আনিসুর রহমান ।
ভিডিওটি দেখুন ও সাবস্ক্রাইব করুন…
https://youtu.be/S3tB9zhtCtY