জয়পুরহাট প্রতিনিধি :”দূর্ঘটনা-দূর্যোগ হ্রাস করি, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২২ এর উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সকালে পাঁচবিবি ফায়ার সার্ভিস স্টেশনের আয়োজনে ওই অনুষ্ঠানে পাঁচবিবি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যার হাউস ইন্সপেক্টর মোঃ রতন হোসেনের সভাপতিত্ব প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরমান হোসেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাঁচবিবি থানার অফিসার ইনচাজ পলাশ চন্দ্র দেবসহ পাঁচবিবি ফায়ার সার্ভিসের সকল কর্মকর্তা ও স্থানীয় দারুল এহসান উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা।