গাবতলী (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার গাবতলীতে ২০২২-২০২৩ অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টি.আর) কর্মসূচীর আওতায় উপজেলার বিভিন্ন মসজিদ-মাদ্রাসা ও রাস্তা সংস্কারের জন্য ১৪টি প্রকল্পের বিপরীতে মোট ৭লাখ টাকা বিতরণ করাহয়েছে।গতকাল সোমবার উপজেলা পরিষদে ওই চেকগুলো আনুষ্ঠানিকভাবে বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম মুক্তা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলাম রাশেদ, উপজেলা আ.লীগের সভাপতি আ: রাজ্জাক মিলু, সিনিয়র সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর প্রমুখ।