শারমিন আশা স্বর্ণা, জয়পুরহাট থেকে: জয়পুরহাট সদর উপজেলার আশ্রায়ন প্রকল্পের হাজরা পুকুরপাড়ে বসবাসরত ভুমিহীন ৫০টি পরিবারের একমাত্র আয়ের উৎস পুকুরটি রক্ষায় কর্তৃপক্ষর সু-দৃষ্টি কামনা করে ভুক্তভোগি ভুমিহীন পরিবারের সদস্যরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছেন।
প্রতিবাদ সভায় বক্তৃতা করেন হাজরা পুকুরপাড় আর্দশগ্রাম ভুমিহীন সমবায় সমিতির সভাপতি আনোয়ার হোসেন, সম্পাদক মাসুদ রানা, স্থানীয় অধিবাসি খতেজা বেগম সহ অন্যরা।
বক্তারা বলেন, ২০০২ সালে সরকার হাজরা পুকুরপাড়ে ৫০টি বাড়ি করে দেয়ার পাশাপাশি সেখানকার পুকুরে মাছ চাষের অনুমতি দেয়। এরপর জেলা সমবায় অফিস থেকে হাজরা পুকুরপাড় আর্দশগ্রাম ভুমিহীন সমিতির নামে সনদপত্র নিয়ে তাতে মাছ চাষ করে পরিবার পরিজন নিয়ে সুখেই ছিলো তারা। কিন্তু গত ৩/৪ বছর ধরে কতিপয় প্রভাবশালী লোকজন ওই পুকুরটি নিজেদের বলে দাবি করে নানাভাবে তাদের উচ্ছেদের চেষ্টা চালাছে। ইতোমধ্যে তাদের বিরুদ্ধে আদালতে ১২’টি হয়রানিমূলক মিথ্যা মামলা দিয়েছে। আবার আদালতে গেলেও হত্যার হুমকি দেয় হচ্ছে। বাড়ি-ঘড় ও খড়ের পালায় রাতের অন্ধকারে আগুন লাগিয়ে দেয়া হচ্ছে। প্রভাবশালীদের হাত থেকে রক্ষায় দ্রæত কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি তোলেন তারা।
ভিডিওটি দেখুন ও সাবস্ক্রাইব করুন…