1. aknannu1964@gmail.com : AK Nannu : AK Nannu
  2. admin@asianbarta24.com : arifulweb :
  3. angelhome191@gmail.com : Mahbubul Mannan : Mahbubul Mannan
  4. info@asianbarta24.com : Dev Team : Dev Team
রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ০৮:৪০ পূর্বাহ্ন

সিরাজগঞ্জের সলঙ্গায় ১ মন গাঁজাসহ ৫ মাদককারবারি গ্রেফতার

  • আপডেট করা হয়েছে : সোমবার, ১৪ নভেম্বর, ২০২২
  • ১১৫ বার দেখা হয়েছে

এম.দুলাল উদ্দিন আহমেদ,সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের সলঙ্গায় পৃথক অভিযানে ৪২ কেজি গাঁজাসহ ৫ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১২। রোববার (১৩ নভেম্বর)দিবাগত গভীর রাতে সলঙ্গা থানার পাঁচলিয়া বাজারের দক্ষিণ পাশে মহাসড়কের উপর পৃথক দুটি অভিযান চালায় র‌্যাব-১২’র সদস্যরা। অভিযানকালে র‌্যাবের জালে ধরা পড়ে ৫ মাদককারবারি। এসময় তাদের কাছ থেকে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি পিকআপ ও একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে। আটককৃতরা হলেন কুমিল্লা জেলার কোতয়ালী থানার গোবিন্দপুর এলাকার মৃত আব্দুল করিমের ছেলে দুলাল মিয়া (৪৫), একই জেলার দ্বিতীয় মুরাদপুর থানার দ্বিতীয় মুরাদপুরের সেলিম মিয়ার ছেলে সাইফুল ইসলাম ওরফে সোহেল (৩০), হিরোন মিয়ার ছেলে রুবেল আহম্মেদ ওরফে সেন্টু (৩২), দেবীদ্বার থানার রাধানগর এলাকার মৃত আ. রাজ্জাকের ছেলে ইকবাল হোসেন (২৩) ও শহিদুল ইসলামের ছেলে গিয়াস উদ্দিন (৩৫)।

র‌্যাব-১২’র মিডিয়া অফিসার মোস্তাফিজুর রহমান জানিয়েছেন,পাঁচলিয়া এলাকায় মহাসড়কের উপর গোপন সংবাদের ভিত্তিতে পৃথক দুটি অভিযান চালিয়ে ৪২ কেজি গাঁজাসহ ৫ জন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়। এসময় প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়,এই মাদক কারবারিরা দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর উদ্ধারকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।#

বন্ধুদের মাঝে শেয়ার করুন

এরকম আরও বার্তা
স্বত্ব © ২০১৫-২০২২ এশিয়ান বার্তা  

কারিগরি সহযোগিতায় Pigeon Soft