শামীম মিয়া
মির্জাপুর(টাঙ্গাইল)প্রতিনিধি:
টাঙ্গাইলের মির্জাপুর থানা পুলিশ শনিবার রাতে ৩ টি মোটরসাইকেলসহ ৪ জনকে আটক করেছে।ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ধেরুয়া এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানাগেছে।
পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের ওই এলাকা থেকে তাদের আটক করা হয়। সে সময় তাদের কাছ থেকে চোরাই ৩ টি মোটরসাইকেল জব্দ করা হয়।আটককৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।
এ ব্যাপারে মির্জাপুর থানা অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ্ মাসুদ করিম বলেন,আটক ৪ ব্যাক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। রোববার দুপুরে তাদের টাঙ্গাইল জেল হাজতে প্রেরণ করা হয়েছে।