জয়পুরহাট প্রতিনিধি
বিভিন্ন এনজিও এবং দাদন ব্যবসায়ীর নিকট থেকে সংসার চালাতে গিয়ে অতিরিক্ত সুদে টাকা নিয়ে সময় মত পরিশোধ করতে না পেয়ে জয়পুরহাটের পাঁচবিবিতে বিকাশ চন্দ্র বর্মণ (৩৮) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে আত্মহনণের পথ বেছে নেয়া যুবক বিকাশ চন্দ্র বর্মণ (৩৮) জেলার পাঁচবিবি উপজেলার মোলান গ্রামের শুকনা চাঁদ বর্মনের ছেলে।
থানা ও পরিবারিক সুত্রে জানা গেছে, প্রতিদিনের মতো বিকাশ ও পরিবারের সবাই রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পরে বিকাশ চন্দ্র বর্মণ। এতপর রাতের কোন এক সনয় সে সবার অগোচরে বাড়ির পাশের গাছের ডালে গলায় রশি পেচিয়ে আত্মহত্যা করে। সোমবার সকালে প্রতিবেশীরা তাকে গাছে ঝুলতে অবস্থায় দেখতে পেয়ে তার পরিবারকে খবর দেয়।
থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব বলেন, বিকাল পাঁচবিবি বাজারের বিভিন্ন হোটেলে বয়ের কাজ করে সংসার চালাত। সে বিবাহিত এবং এক সন্তানের জনক। মানসিক চাপেই বিকাশ আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে।