মোঃ আজিজুল ইসলাম
(সাতক্ষীরা জেলা প্রতিনিধি;
সাতক্ষীরা পাটকেলঘাটার খলিশখালী অভিযান চালিয়ে একটি ওয়ান শ্যুটার গান ও চার রাউন্ড গুলিসহ সুকুমার দাস (৬৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১২ নভেম্বর) রাতে পাটকেলঘাটার খলিশখালী এলাকা থেকে গ্রেফতার করা হয়।
র্যাব-৬ এর সাতক্ষীরা কোম্পানি সদর প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে পাটকেলঘাটার খলিশখালী এলাকায় আভিযান চালিয়ে সুকুমার দাসকে একটি ওয়ান শ্যুটারগান ও চার রাউন্ড গুলিসহ গ্রেফতার করা হয়। পরবর্তীতে জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামিকে পাটকেলঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে।