আনোয়ার হোসেন অপু,বাগাতিপাড়া প্রতিনিধি,
দেশের জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট চ্যানেল মোহনা টিভি’র একযুগ পেরিয়ে ১৩ বছরের পদার্পন উপলক্ষে একটি র্যালি ,আলোচনা সভা ও প্রয়াত মোহনা টিভির ব্যবস্থাপনা পরিচালক জিয়াউদ্দিন মজুমদার জুয়েল স্যারের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
মোহনা টিভির দর্শক ফোরাম নাটোরের আয়োজনে সকালে একটি সোভাযাত্রা বের করা হয় । শোভাযাত্রাটি প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে সাংসদ এর রিসোটে আলোচনা সভার আয়োজন করা হয়। নাটোর জেলা প্রতিনিধি রাশেদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগাতিপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ওহিদুল ইসলাম গোকুল ,লালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ সাগর । এসময় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সংবাদিকের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
এশিয়ান টিভির সাংবাদিক আব্দুল মজিদ এর সঞ্চালনারায় অনুষ্ঠানটি পরিচালনা করা হয়। বক্তব্য শেষে প্রায়াত মোহনা টিভির ব্যবস্থাপনা পরিচালক জিয়া উদ্দিন মোজুমদার স্যারের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
পরে কেক কেটে অনুষ্ঠানের সমাপনী ঘোষণা করা হয়।