সিরাজগঞ্জপ্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচিতে প্রতিপক্ষের মারপিটে আহত দুলাল সরকার (৬০) নামে এক ব্যক্তি ১৬ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন। বৃহস্পতিবার (১০ নভেম্বর) রাতে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহত দুলাল সরকার উপজেলার রাজাপুর গ্রামের মৃত কান্টু সরকারের ছেলে।
স্থানীয়রা জানান,পূর্ব শত্রুতার জের ধরে গত ২৬ অক্টোবর রাজাপুর গ্রামের সাইদুল ও তার লোকজন দুলাল সরকারকে মারপিট করে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার তার মৃত্যু হয়। এদিকে মারধরের ঘটনায় গত ২ নভেম্বর থানায় মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার (১১ নভেম্বর) দুপুরে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজমিলুর রহমান জানান,মারপিটের ঘটনায় গত ২ নভেম্বর থানায় একটি হয়েছে। বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় দুলাল সরকারের মৃত্যুর খবরে মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়। সুরুতহাল প্রতিবেদন তৈরির পর শুক্রবার (১১ নভেম্বর)ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ওসি আরও জানান,নিহতের হাত ভাঙ্গা ছিল। এ কারণেই তার মৃত্যু হতে পারে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।#