শারমিন আশা স্বর্ণা, জয়পুরহাট:
বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চল পঞ্চম কোর্স ফর রোভার মেট-২০২২ এর চারদিনব্যাপী প্রশিক্ষণ ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে । এর উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক ও জেলা রোভারের সভাপতি শরীফুল ইসলাম।
জয়পুরহাট যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের হল রুমে আয়োজিত ওই
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মতিয়র রহমান, জেলা রোভারের সম্পাদক মাহবুব মোরশেদুল আলম লেবু, সহকারি কমিশনার সাংবাদিক আব্দুল আলীম, কোর্স প্রশিক্ষক রেশমা পারভীনসহ অন্যরা।
প্রশিক্ষণ কোর্সে দেশের ছয় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আশি জন রোভার অংশ নিয়েছে।