ডেস্ক রিপোর্ট;
আওয়ামী যুবলীগের সুবর্ণজয়ন্তী পালন উপলক্ষে আজকের এই সমাবেশ। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ঢল নেমেছে নেতাকর্মীদের, সারাদেশ থেকে এসেছেন তারা। জনস্রোতের তুমুল উল্লাস ও স্লোগানের মধ্যে মঞ্চে আসন গ্রহণ করেছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তিনি এই যুব মহাসমাবেশের প্রধান অতিথি।
আজকের যুব মহাসমাবেশ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিকনির্দেশনামূলক বক্তব্য রাখবেন বলে বিভিন্ন মহল ধারণা করছে।
যুবসমাবেশ রীতিমতো উৎসবের আদল পেয়েছে। নানা রঙের টি শার্ট ও টুপি পরা নেতাকর্মীরা বর্ণিল করে তুলেছেন সোহরাওয়ার্দী উদ্যান ও আশপাশের এলাকাগুলো।
এই কর্মসূচীর ব্যাপারে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এক ব্রিফিংয়ে বলেন, দক্ষিণ এশিয়ার বৃহত্তম যুব সংগঠন আওয়ামী যুবলীগ দেশের যে কোন সংকটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রাষ্ট্রবিরোধী অপশক্তি বিএনপি-জামায়াত দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে অপচেষ্টা চালাচ্ছে। যুবলীগের নেতা-কর্মীরা ১১ নভেম্বরের পর থেকে বিএনপি-জামায়াত ও তাদের দোসরদের যে কোন ধরনের নৈরাজ্য মোকাবেলা করতে রাজপথে থাকবে।