ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার ধুনটে ইসলামী ব্যাংকের ৩৯৩ তম শাখার উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকাল ১১টায় কলেজ রোড ডাক বাংলোর পূর্ব পাশে এ শাখার উদ্বোধন হয়। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মাদ কাওছার আলীর সভাপতিত্বে শাখার উদ্বোধন করেন শেরপুর-ধুনট নিবার্চনীয় এলাকার সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মাকসুদুর রহমান,
ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর নাইয়ার আজম, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও বগুড়া জোন প্রধান রেজাউল ইসলাম, ফাস্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও ধুনট শাখা প্রধান মুহাম্মাদ নুরুল আলম, সিনিয়র অফিসার আরাফাত হোসেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সঞ্জয় কুমার মহন্ত, ধুনট পৌর সভার মেয়র এজিএম বাদশাহ্, সাবেক পৌর মেয়র আলিমুদ্দিন হারুন মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম সোবাহান, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আসিফ ইকবাল সনি, যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন আলম, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খান শরিফ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পপি রানী পোদ্দার ও ব্যবসায়ী হায়দার আলী হিন্দোল প্রমুখ।