জয়পুরহাট প্রতিনিধি:
চাকুরী দেয়ার প্রলোভন দেখিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়া মানবপাচার চক্রের মূলহোতা সহ দুইজনকে গ্রেফতার করেছে জয়পুরহাট র্যাব ক্যাম্পের সদস্যরা
গ্রেফতারকৃতরা হলো, নওগাঁর ধামইরহাট উপজেলার চকভবানী গ্রামের আবুল কালাম আজাদের ছেলে ও মানব পাচার চক্রের মূলহোতা আবুল হাসনাত (৩৭) ও মৃত ছহির উদ্দিনের ছেলে আবুল কালাম আজাদ (৬০)। র্যাব জানিয়েছে, নওগাঁর ধামরইহাট উপজেলা ফতেপুর বাজারের পানাহাটি এলাকায় অভিযান চালিয়ে ১টি ট্যুরিষ্ট ভিসা, ১ টি পাসপোর্ট ও ১টি সৌদি কারাগারের মুক্তিপত্রসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
অভিযুক্তরা বিদেশে উচ্চ বেতনে চাকুরি দেওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্নজনের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছিল দীর্ঘদিন ধরে। তাদের খপ্পরে পরা অভিযুক্তদের পাশের গ্রামের অহিদুল ইসলামকে (৩৫) উচ্চ বেতনের লোভ দেখিয়ে বিদেশে পাঠানোর নামে মোট ৪ লাখ ৮০ হাজার টাকা হাতিয়ে নিয়ে তাকে ট্যুরিস্ট ভিসায় সৌদি আরবে পাঠায়। সেখানে যাওয়ার পর তাকে একটি অফিসে নিয়ে যাওয়া হয়, যেখানে একটি স্টোররুমে দুই শতাধিক লোক দেখতে পান তিনি। পরে তিনি তাদের মাধ্যমেই জানতে পারেন যে তিনি ভুয়া একটি কোম্পানির মাধ্যমে পাচার হয়ে বিদেশে এসেছেন এবং তারা তাকে ট্যুরিস্ট ভিসায় এনেছেন। ভিসার মেয়াদ শেষ হলে তিনি সৌদি পুলিশের ভয়ে দীর্ঘদিন পালিয়ে বেড়ালেও অবশেষে পুলিশের হাতে গ্রেফতার হতে হয় তাকে। ২০দিন কারাবাসের পর মুক্তি পেলে সৌদি সরকার তাকে বাংলাদেশে ফেরৎ পাঠিয়ে দেন।
এ ব্যাপারে অর্থনৈতিক, শারীরিক ও মানসিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্থ অহিদুল অভুযুক্তদের বিরুদ্ধে জয়পুরহাট র্যাব ক্যাম্পে একটি লিখত অভিযোগ করেন। এরই প্রেক্ষিতে র্যাব ছায়া তদন্ত শুরু করে এর সত্যতা পাওয়ায় মানব পাচার চক্রের মুলহোতাসহ ওই দুই অভিযুক্তকে গ্রেফতার করে।
র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মোঃ মোস্তফা জামান এর সত্যতা নিশ্চিত করেছেন।