স্টাফ রিপোর্টারঃ
সিরাজগঞ্জের রায়গঞ্জ থানার নবাগত ওসি আসিফ মোঃ সিদ্দিকুল ইসলাম রায়গঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। বুধবার বেলা ১২ টায় থানার সম্মেল কক্ষে (ওসি তদন্ত) অসিম আল বারীর সঞ্চালনায় ও নবাগত ওসির সভাপতিত্বে আলোচনা সভা শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রায়গঞ্জ সার্কেল মোঃ ইমরান রহমান। বক্তব্য রাখেন পাঙ্গাসী পুলিশ ফারির ইনচার্জ রবিউল ইসলাম, মতবিনিময় সভায় অংশগ্রহণকারী রায়গঞ্জ প্রেসক্লাবের সভাপতি কে.এম রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক এইচ.এম মোনায়েম খান, সাবেক সভাপতি মোঃ কামরুজ্জামান লাবু, দীপক কুমার কর, সাবেক সহ-সভাপতি আতিক মাহমুদ আকাশ, রায়গঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মোঃ হাসানুজ্জামান সুলতান, সাংগঠনিক সম্পাদক মোঃ আলী হায়দার আব্বাসী। অনুষ্ঠানে সভাপতি রায়গঞ্জ থানার নবাগত ওসি আসিফ মোঃ সিদ্দিকুল ইসলাম সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন সাংবাদিক পুলিশ একে অপরের পরিপুরুক, কেউ কাউকে ছাড়া চলতে পারে না। আপনার আমাদের তথ্য দিয়ে সহযোগীতা করুন, আমরা সুন্দর রায়গঞ্জ উপহার দিব।