এম.দুলাল উদ্দিন আহমেদ,সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ১০টি পাটের গুদাম অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ১৭ হাজার মন পাট ও ৬০ হাজার পিছ পাটের বস্তা পুড়ে গেছে। ঘটনাটি ঘটেছে সোমবার দিবাগত গভীর রাতে উল্লাপাড়া পাট বন্দর এলাকায়।
সংবাদ পেয়ে রাতেই উল্লাপাড়া ফায়ার সার্ভিসসহ মোট ৮টি ইউনিট মিলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। দীর্ঘ ৬ ঘণ্টার প্রচেষ্টায় মঙ্গলবার সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
এ বিষয়ে (পাবনা অঞ্চল) ফায়ার সার্ভিসের সহকারি পরিচালক সাফিউল হাসান ভূইয়া জানান,অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে কিভাবে অগ্নিকান্ডটি সংঘটিত হলো তা তদন্তের পর জানা যাবে।